বিনোদন ডেস্ক : মঙ্গলবার ২৭ বছরে পা দিলেন মার্কিন পপস্টার নিক জোনাস। স্বামী নিকের জন্মদিন উপলক্ষে বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেন প্রিয়াঙ্কা চোপড়া। কখনও নিকের কনসার্টের ছবি শেয়ার করেন তিনি, আবার কখনও নিকের সঙ্গে জমিয়ে নেচে, তার ভিডিও শেয়ার করেন। যা পরপর ভাইরাল হয়ে যায় সোশ্যাল সাইটে।
Advertisement
এবার নিকের কনসার্টের মাঝে আচমকাই তাঁকে চুম্বন করে বসেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
২০১৮ সালের ডিসেম্বর নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রিয়াঙ্কা চোপড়া। রাজস্থানের উমেদ ভবনে বসে তাঁদের বিয়ের আসর। রাজস্থানের উমেদ ভবনে নিকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পর মুম্বাই এবং দিল্লিতে পরপর তিনবার বসে রিসেপশন। নিক-প্রিয়াঙ্কার দিল্লির রিসেপশনে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।