বিনোদন ডেস্ক: ফোক গানের সুরসম্রাজ্ঞী বলে খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ অনেক দেশে কনসার্টে অংশ নিয়েছেন। এসব কনসার্টে প্রবাসী বাঙালিরা যেমন শ্রোতা হিসেবে ছিলেন, তেমনি কোথাও কোথাও পেয়েছিলেন সেসব দেশের স্থানীয় সংগীতপ্রেমীদেরও।
এবার লোকগানের জনপ্রিয় এই শিল্পী গান গাইতে গেলেন সৌদি আরবে। বুধবার (১৯ অক্টোবর) বিকালে তিনি সৌদির উদ্দেশ্যে দেশ ছাড়েন। দেশটির জেদ্দা শহরে আগামী ২১ অক্টোবর একটি কনসার্টে গাইবেন তিনি।
প্রথমবারের মতো দেশটিতে গান শোনাতে যাচ্ছেন, তাই খুব ভালো লাগছে বলে জানান এই শিল্পী। মমতাজ বলেন, মধ্যপ্রাচ্যের অপ্রায় সব দেশে গানের অনুষ্ঠান করেছি। ওখানে বাংলা গানের অসাধারণ শ্রোতা রয়েছেন। বিভিন্ন কনসার্টে গাইতে গিয়ে বারবার তা টের পেয়েছি।
সৌদিতে গাওয়া হয় না, এটা নিয়ে একধরণের আফসোসও ছিল। অবশেষে সেটা হচ্ছে। আশাকরি, সৌদি প্রবাসীদের সঙ্গে গানে গানে দারুণ সময় কাটবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।