Advertisement
কলকাতার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তীর আজ রবিবার (৭ ডিসেম্বর) একটি কনসার্টে গান গাওয়ার কথা ছিল। কিন্তু সেই শো বাতিল করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন এ সংগীতশিল্পী।

এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসেও অসুস্থতার কারণে একটি শো বাতিল করেছিলেন নচিকেতা । তখন তার পরিবার জানিয়েছিল— গায়কের সারভাইকাল স্পন্ডিলাইটিস রয়েছে। এটি শীতে বেড়ে যায় এবং টানা শো করার ফলে সমস্যা আরও জটিল হয়।
জানা যায়, গত কয়েক দিন ধরেই সংগীতশিল্পী নচিকেতার শরীর ভালো যাচ্ছিল না। অসুস্থতার কারণে তিনি আসানসোলের কনসার্ট বাতিল করতে বাধ্য হন।
হৃদযন্ত্রের জটিলতা দেখা দেওয়ায় শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে দ্রুত হাসপাতালে করা হয়। গণমাধ্যম সূত্রে জানা গেছে, চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তিনি স্থিতিশীল আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



