বিনোদন ডেস্ক : টেলিপর্দার জনপ্রিয় নায়িকা মধুমিতা সরকার (Madhumita Sarcar)। সম্প্রতি ফুটফুটে এক কন্যাসন্তানের মা হলেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল হতেই নেটিজেনদের মনে আপাতত একটাই প্রশ্ন কন্যাটির বাবা কে ?

নেটমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পরে অনেকরকম কুরুচিকর মন্তব্যের শিকার হতে হয়েছে অভিনেত্রীকে। অভিনেতা সৌরভ চক্রবর্তীর (Sourav Chakraborty) সাথে বিবাহ বিচ্ছেদের পরে তেমনভাবে কোনো সম্পর্কে জড়াননি অভিনেত্রী। তাহলে তাঁর মেয়ের বাবা কে ? কোনো রকম রাখঢাক না রেখে সামাজিক মাধ্যমে বেশ ফলাও করে নিজের মেয়ের সাথে পরিচয় করালেন অভিনেত্রী। ‘খুশি’ নামে ডোনাল্ড ডাকের মতোই খেলনা হলো মধুমিতার কন্যা। আবার নতুন করে কোনো সম্পর্কে না জড়িয়ে নিজের ক্যারিয়ার নিয়ে এই মুহূর্তে মহা ব্যস্ত অভিনেত্রী। সাথে চলছে জোর কদমে শরীর চর্চা। ‘বোঝে না সে বোঝেনা’ (Bojhena Se Bojhena) সিরিয়ালের মধ্যে দিয়ে ছোটপর্দায় হাতেখড়ি হয়েছিল মধুমিতার।
বিবাহ বিচ্ছেদের পরে পাশের বাড়ির মেয়ের ইমেজ ঝেড়ে ফেলে দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রায়শই হট অবতারে ধরা দেন অভিনেত্রী। আগের থেকে তাঁর ফ্যান ফলোয়িং নিঃসন্দেহে অনেক বেড়ে গিয়েছে। এই খবরে তাঁর ভক্তরা প্রথমদিকে বেশ অবাক হলেও আসল সত্যি জানার পরে চমকে গিয়েছেন সকলেই। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মের সাথে সাথে সিনেমাতেও তাঁকে অভিনয় করতে দেখা যাচ্ছে। বেশ কয়েকটি বাংলা ওয়েব সিরিজে তাঁর সাহসী অভিনয় দর্শকদের নজর কেড়েছে। বাংলা ছেড়ে খুব শীঘ্রই অভিষেক হতে চলেছে দক্ষিণের সিনেমাতে। জনপ্রিয় দক্ষিণী নায়ক বিক্রমের (Vikram) বিপরীতে অভিনয় করবেন সবার প্রিয় ‘পাখি’। যদিও এই মুহূর্তে নাম জানা যায়নি সিনেমার। সব মিলিয়ে অভিনেত্রীর সব দিকেই প্রস্তুতি তুঙ্গে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



