সৌরভ বিদায়ে কপাল পুড়ছে রাহুল দ্রাবিড়ের!

সৌরভ-রাহুল দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বেসর্বার পদ থেকে বিদায় নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর বদলে এবার আসছেন রজার বিনি। সৌরভ গঙ্গোপাধ্যায়কে IPL চেয়ারম্যান পদ দেওয়া হলেও তিনি তা গ্রহণ করেননি বলে সূত্রের খবর, তিনি একই জায়গায় থাকতে চেয়েছিলেন। BCCI থেকে সৌরভ বিদায়ে প্রশ্ন উঠছে একাধিক। মনে করা হচ্ছে সৌরভ বিদায়ের পর বোর্ডে সৌরভের কাছে লোক বলে পরিচিত অনেককে সরতে হবে। এই তালিকায় রয়েছে রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণদের নাম। একইসঙ্গে ক্রিকেট খেলার সুবাদে সৌরভের সঙ্গে বরাবরই ভালো সম্পর্ক রাহুল, লক্ষ্মণের। তারা বর্তমানে ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত। একাংশের মতে, এবার তাদের উপর কোপ পড়তে পারে। অর্থাৎ, সৌরভ সরলে তাঁর সঙ্গীদের সরতে হতে পারে।
সৌরভ-রাহুল দ্রাবিড়
২০২১ সালের টি-২০ বিশ্বকাপের পর মেয়াদ শেষ হয় রবি শাস্ত্রীর। তারপর তাঁর সঙ্গে আর মেয়াদ বাড়ানো হয়নি। শাস্ত্রীর বদলে ভারতীয় দলের কোচের দায়িত্ব নেন রাহুল দ্রাবিড়। দীর্ঘদিন ধরে NCA-র দায়িত্ব সামলানো দ্রাবিড়ের জাতীয় দলের দায়িত্ব নিতে কিছুটা অনীহা ছিল। কিন্তু সৌরভ সেখানে মধ্যস্থতা করে রাজি করান দ্রাবিড়কে। আর দ্রাবিড়ের ছেড়ে যাওয়া NCA-তে বসানো হয় ভিভিএস লক্ষ্মণকে। এখানেই পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ সৌরভ সরে গেলে তাঁর ‘কাছের লোক’ হিসেবে পরিচিত দ্রাবিড় ও লক্ষ্মণেরও বিদায় হতে পারে।

কোচ হিসেবে জাতীয় দলে যোগ দেওয়ার পর থেকে রাহুল দ্রাবিড়ের সাফল্য বলার মত নয়। দ্বিপাক্ষিক সিরিজ ছাড়া আর সাফল্য নেই। এশিয়া কাপে ব্যর্থতা, বিদেশের মাটিতে টেস্ট জিততে না পারা রয়েছে তার মধ্যে। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতলেও বড় ক্ষেত্রে জেতা হয়নি। এটাই তাঁর বিপক্ষে যেতে চলেছে বলে খবর। সামনে টি-২০ বিশ্বকাপ হতে চলেছে রাহুল দ্রাবিড়ের কাছে বড় পরীক্ষা। এখানে পাস করতে পারলে থাকবে তাঁর গদি। এরপাশাপাশি প্রশ্ন উঠছে ভিভিএস লক্ষ্মণের পারফরমেন্স নিয়েও। কারণ ভারতীয় দলের সদস্যরা অতিরিক্ত চোট পাচ্ছেন। ঘনঘন ম্যাচ থাকায় প্লেয়ারদের চোট আঘাত বাড়ছে, কিন্তু সুস্থ হচ্ছে না। ফলে NCA-র পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠছে আর NCA-র প্রধান হিসেবে দায় এড়াতে পারেন না লক্ষ্মণ। এটাই তাঁর বিপক্ষে হতে চলেছে বলে খবর।