জুমবাংলা ডেস্ক : আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে দুই সিটিতে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের দলীয় মনোনয়নপত্র বুধবার থেকে বিক্রি শুরু করেছে। সকাল ১০টা থেকে ধানমণ্ডি কার্যালয়ে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের হাতে ফরম তুলে দেয়া শুরু হয়।
তবে আসন্ন নির্বাচনে দক্ষিণ সিটিতে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন বর্তমান মেয়র সাঈদ খোকন। সেক্ষেত্রে তার পরিবর্তে মেয়র পদে মনোনয়ন পেতে পারেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার শুরু হয় আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ, চলবে শুক্রবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। এছাড়া আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার বিকাল ৫টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রথম দিনেই দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকা ১০ আসনের সাংসদ ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে শেখ ফজলে নূর তাপসের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার মামা মাসুদ সেরনিয়াবাত।। জানা গেছে এবার তাকেই মনোনয়ন দেওয়া হতে পারে।
এদিকে ঢাকা-৭ আসনের সাংসদ হাজী সেলিমের পক্ষে মনোনয়ন তোলেন তার ব্যক্তিগত সচিব মহিউদ্দিন আহমেদ বেলাল। এছাড়া বঙ্গবন্ধু একাডেমীর সভাপতি মো. নাজমুল হক, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক মহাসচিব মুক্তিযোদ্ধা এমএ রশিদ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে প্রথম দিনে সাঈদ খোকন বা তার পক্ষের কাউকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে দেখা যায়নি।
আওয়ামী লীগের নীতি নির্ধারণী সূত্র জানায়, মেয়র হিসেবে পুরো একটি টার্ম তিনি দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। তবে এবার দক্ষিণ সিটি কর্পোরেশনে নতুন মুখ খুজছেন দলীয় হাই কমান্ড। কারণ দক্ষিণে এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শেখ ফজলে নুর তাপস। তিনি দলের হাই কমান্ডের গ্রিন সিগনাল না পেয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন নি।
জানা গেছে, মেয়দ পদে দায়িত্বে থাকাকালীন ডেঙ্গু পরিস্থিতি অবনতি ও বেফাঁস কিছু মন্তব্যের কারণে তিনি বহুবার নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন, যেটা ক্ষমতাসীন দলের ইমেজ নষ্ট করেছে। এছাড়া তার বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.