আন্তর্জাতিক ডেস্ক : কয়েক মাস ধরে প্রতিদিনের কফিতে বিষ মিশিয়ে স্বামীকে হত্যার চেষ্টার অভিযোগে যুক্তরাষ্ট্রের একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ওই নারীকে প্রথম ডিগ্রি হত্যার চেষ্টা, হামলার চেষ্টা এবং খাবার বা পানীয়তে বিষ প্রয়োগের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। রবি জনসন নামক ওই নারীর স্বামী গত মার্চ মাস থেকে তার কফিতে খারাপ স্বাদ লক্ষ্য করতে শুরু করেছিলেন।
পুলিশ জানায়, জনসন মার্কিন বিমান বাহিনীর একজন কর্মকর্তা। বিবাহবিচ্ছেদের মধ্য দিয়ে যাওয়া এই দম্পতির একটি সন্তান রয়েছে। জনসন তার কফির মগে পুল টেস্টিং স্ট্রিপের মাধ্যমে উচ্চ মাত্রার ক্লোরিনের উপস্থিতি পান। এরপরও তিনি কফি পান চালিয়ে যাওয়ার ভান করছিলেন।
জনসন জানান, স্ত্রীর এই কাজটি ধরার জন্য তিনি একাধিক গোপন ক্যামেরা সেট করেছিলেন। ফুটেজে দেখা গেছে মিসেস জনসন ব্লিচ নিয়ে একটি পাত্রে ঢেলে পরে তা কফি মেকারে ঢেলে দিচ্ছেন। জনসন ফুটেজটি পুলিশের কাছে হস্তান্তর করার পর তদন্ত শুরু হয়। তার মৃত্যু পরবর্তী সুবিধা আদায় করতেই স্ত্রী তাকে হত্যা করতে চেয়েছিলেন বলে জনসনের ধারণা।
জনসনের স্ত্রী মেলোডি জনসন গত শুক্রবার আদালতে তিনি দোষী নন এই মর্মে আবেদন করেছেন। আদালতে তার পরবর্তী হাজিরা ৬ সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।