কবি রেজাউদ্দিন স্টালিনের নেতৃত্বে একদল কবি ও সাহিত্যিক তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনের নেতৃত্বে একদল কবি ও সাহিত্যিক বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শনিবার (১৭ জানুয়ারি) রাত ৮টা ৩০ মিনিটে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এতে, দেশের সাংস্কৃতিক অঙ্গনের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
সাক্ষাৎকালে কবি রেজাউদ্দিন স্টালিনের সঙ্গে দেশের বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল কখন, যা জানা গেল
এ সময় তারেক রহমান প্রতিনিধি দলের সদস্যদের কথা ধৈর্যসহকারে শোনেন এবং সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় জাগরণ তৈরিতে লেখক-সাহিত্যিকদের ভূমিকার প্রশংসা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


