জুমবাংলা ডেস্ক : পশু-পাখিদের নিয়ে বিভিন্ন মজাদার ঘটনার ছবি-ভিডিও প্রায়শই ভাইরাল হয় নেটদুনিয়ায়। সম্প্রতি একটি কবুতরের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। সেখানে দেখা যাচ্ছে, ছোট্ট লাল রঙের কাউবয় টুপি পরে রয়েছে বেশ কয়েকটি কবুতর।
আমেরিকার লাস ভেসাসের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে টুপি পরা ওই কবুতরগুলিকে। টুপি পরেই তারা নড়ছে, চড়ছে, উড়ছে কিন্তু কিছুতেই টুপি খুলে পড়ে যাচ্ছে না। সেইসব কবুতরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে সরব হয়েছেন নেটিজেনরা। তাঁদের সকলের প্রশ্ন মোটামুটি এক— ‘কবুতরের মাথায় টুপি পরাল কে?’
নেটিজেনদের একাংশের ধারণা, কেউ আঠা দিয়ে টুপিগুলি লাগিয়ে দিয়েছেন কবুতরের মাথায়। সে জন্যই টুপি পড়ে যাচ্ছে না। পাখির সঙ্গে এ ধরণের ব্যবহারে ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনদের একাংশ।
Someone is putting tiny cowboy hats on Vegas pigeons. There are consequences to legalizing marijuana. pic.twitter.com/CdK06gauYQ
— Las Vegas Locally 🌴 (@LasVegasLocally) December 7, 2019
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।