বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কবে কোথায় কোন ছবি তুলেছেন, তা কিছু দিন পর অনেকেরই মনে থাকে না। এই সমস্যার সমাধান এনেছে গুগল। গুগল ফটোজের একটি দুর্দান্ত ফিচার কাজে লাগিয়ে সহজেই খুঁজে বের করতে পারবেন ওই ছবির বিস্তারিত। গুগল ফটোজ থেকে ছবি দেখার সময় এর সঙ্গেই দেখতে পাবেন ম্যাপ টাইমলাইন। এই ম্যাপের সহায়তায় আপনি কোথায় ছবিটি তুলেছেন, তা আপনাকে জানাবে গুগল।
ম্যাপ টাইমলাইন যেভাবে ব্যবহার করবেন
প্রথমে আপনাকে গুগল ফটোজের সার্চ ট্যাবে যেতে হবে। সেখানে একটি নতুন পপ-আপ দেখতে পাবেন। এর সাহায্যে ক্যামেরা লোকেশনে জিপিএস জানা যাবে। অর্থাৎ ছবিটি কখন কোথায় তোলা হয়েছে সেই তথ্য জানতে পারবেন আপনি। তবে এক্ষেত্রে আপনার ফোনের স্মার্টফোনের লোকেশন সেটিংস অন রাখতে হবে।
এছাড়া ছবি তোলার পর গুগল ফটোজে সেভ করতে হবে। তবেই ক্যামেরার লোকেশন জিপিএস ট্র্যাক করা সম্ভব হবে এবং ছবির তোলার নির্দিষ্ট জায়গা সম্পর্কে জানতে পারবেন আপনি। যখনই গুগল ফটোজে ছবিটি ওপেন করবেন, সঙ্গে সঙ্গে আপনাকে সেই জায়গার নাম দেখিয়ে দেবে।
অ্যান্ড্রয়েড কিংবা আইওএস, সব অপারেটিং সিস্টেমে এই ফিচার রয়েছে। তবে ব্যবহারকারী গুগল ফটোজ অ্যাপের লেটেস্ট ভার্সান ব্যবহার করলে এই নতুন ফিচারের সুবিধা পাবেন। এর ফলে গুগল ফটোজের মেমোরিতে আসা ছবির স্লাইড শো’র ক্ষেত্রেও আপনি কোথায় ছবি তুলেছিলেন সেটি জানতে পারবেন।
তথ্যসূত্র: মেক ইউজ অব, গ্যাজেটস ৩৬০
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।