স্পোর্টস ডেস্ক : কভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট নিয়ে দেশে ফিরতে হয় প্রবাস থেকে। সাকিব আল হাসানও যুক্তরাষ্ট্র থেকে নেগেটিভ রিপোর্ট নিয়ে দেশে ফিরেছেন মঙ্গলবার গভীর রাতে। ঢাকায় কভিড টেস্ট বাধ্যতামূলক নয় তার জন্য।
১৪ দিন কোয়ারেন্টাইন করলেই হলো। তবুও গতকাল কভিড টেস্ট করতে নমুনা দিলেন সাকিব। কারণ, বিকেএসপিতে গিয়ে কোয়ারেন্টাইন করবেন তিনি। আর সেখানে যেতে কভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট লাগবে বাঁহাতি এ অলরাউন্ডারের।
সে কারণেই গতকাল বিকেলে নমুনা দেন তিনি। সবকিছু ঠিক থাকলে শনিবার বিকেএসপি যাওয়ার কথা তার। যদিও বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানান, কভিড টেস্ট বাধ্যতামূলক না।
তিনি বলেন, ‘সাকিব যুক্তরাষ্ট্রে টেস্ট করিয়েছে। দেশে টেস্ট করানো বাধ্যতামূলক না। তবে ইচ্ছা করলে সে করাতে পারে। আমার কোনো কিছু জানা নেই। কারণ তার সঙ্গে আমার যোগাযোগ হয়নি।’ সাকিবের কভিড টেস্টের বিষয়টি জানা গেছে তার ঘনিষ্ঠ একজনের কাছ থেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।