জুমবাংলা ডেস্ক : নতুন সড়ক আইনে মৃত্যুদন্ডের কথা উল্লেখ নেই মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান বলেন, সড়ক আইনে ফাঁসির কোনো কথা লেখা নেই। মিথ্যা প্রচারে চালকদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করছে। সেজন্য তথ্য সচিব কাজ করবেন। আইনে কত বছর সাজা হবে এবং সর্বোচ্চ কত টাকা জরিমানা হবে সেটি লেখা হয়েছে। আইন অনুযায়ী কি শাস্তি হবে বা অর্থদন্ড হবে সেটা বিচারক সিদ্ধান্ত নেবেন।
রোববার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টাস্কফোর্স কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি এসময় আরও বলেন, নতুন আইন ইতোমধ্যে কার্যকর হয়ে গেছে। সাজা কমানো নিয়ে আমরা ভাবছি না। শুধু মাত্র কয়েকটি ক্ষেত্রে যেমন ড্রাইভিং লাইসেন্স ও ট্যাক্স টোকেনের মেয়াদ নবায়ন করতে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া টাস্কফোর্স বিষয়টি নিয়ে কাজ করছে।
সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিচালক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


