জুমবাংলা ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণের প্রকোপ কিছু দেশে কমলেও বাংলাদেশে এখনো ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত আছে। সবশেষ কয়েকদিন সংক্রমণের হার কিছুটা কমলেও মৃত্যুর সংখ্যায় তেমন হেরফের হয়নি। আজ নতুন রোগী কমলেও মৃত্যু বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে এক হাজার ৮৯৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আগের সাত দিনে দেশে যথাক্রমে ২১৩১, ২২১১, ২৪৩৬, ২৫১৯, ২৫৪৫, ২৪৮৫ ও ১৯৭৩ জন রোগী শনাক্ত হয়েছে।
সর্বশেষ তথ্য অনুসারে- দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ১০ হাজার ৮২২ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১১ হাজার ৯৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর পরীক্ষাকৃত এসব নমুনার ১৮ দশমিক ২৩ শতাংশের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
গতকাল ১১ হাজার ৪৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট ১৫ লাখ ২৫ হাজার ৮১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর মোট পরীক্ষার ২০ দশমিক ২৫ শতাংশ পজেটিভ।
আজ রোববার (৩০ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪২ জন মারা গেছেন। গত ৩০ জুন দেশে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়েছিল। এরপর ২৬ জুলাই ও ২৬ আগস্ট দেশে দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়। এর আগে গত ১৬ জুন করোনায় মারা গিয়েছিলেন ৫৩ জন।
সর্বশেষ তথ্য অনুসারে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ২৪৮ জনে। মোট শনাক্তকৃত রোগীর বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ হাজার ৪৪ জন সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন দুই লাখ ১ হাজার ৯০৭ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ৩৭ শতাংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।