জুমবাংলা ডেস্ক: রংপুর বিভাগ সমিতি, ঢাকা’র (২০২৩-২৬) মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা গতকাল (১৭ জুন) রাজধানীর সড়ক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতেই নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সকলকে ফুল দিয়ে বরণ করে নেন সমিতির সভাপতি সাবেক সচিব ড. মোঃ নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশের ডিআইজি আবু কালাম সিদ্দিক।
প্রথম সভায় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক, সমিতির স্থায়ী কার্যালয় এবং স্মরণিকা প্রকাশসহ বিবিধ বিষয়ে আলোচনা হয়।
সভায় কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক সভাপতি ও সাবেক সিনিয়র সচিব মোঃ মাহফুজুর রহমান, সহ সভাপতি ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রহমান প্রধান, সমিতির সহ সভাপতি ও সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ ইসহাক, সমিতির সহ সভাপতি ও ডেসকোর প্রধান প্রকৌশলী মোঃ এনামুল হক, সহ সভাপতি ও সুপ্রিম টি লিমিটেডের চেয়ারম্যান এইচ এম জাহাঙ্গীর আলম, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব সুলতানা ইয়াসমীন, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাঈমা হোসেন, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও লিডিং বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান সোহেল রানা, সম্মানিত কার্যনির্বাহী সদস্য ও সরকারের সাবেক অতিরিক্ত সচিব মোঃ কফিল উদ্দিন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায়, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, ক্রিডেন্স হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুল করিম, রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুল আহসান সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব আবু নূর মোঃ শামসুজ্জামান, অর্থ বিভাগের যুগ্মসচিব মোঃ আমিরুল ইসলাম, সমিতির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ও পিজিসিবির তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাসুদুল ইসলাম, সমিতির মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মুনিরা সুলতানা, সমিতির কার্যনির্বাহী সদস্য ও ক্যান্টনমেন্ট বোর্ড, ঢাকা’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াদুদ, সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ডিএমপির ডিবি (রমনা বিভাগ) এর ডিসি মোঃ হুমায়ুন কবীর মাসুদ, সমিতির আইসিটি বিষয়ক সম্পাদক ও নিওসিস ইন্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বরদা ভূষণ রায় লিটন, কার্য নির্বাহী সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীঁয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, সমিতির দপ্তর সম্পাদক ও লিডিং বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিল রানা, সহ সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল আই এর চিফ ক্রাইম রিপোর্টার এনামুল কবীর রুপম, সহ সাংগঠনিক সম্পাদক ও বিএডিসি’র জিএম আহমেদ হাসান আল মাহমুদ সহ সাংগঠনিক সম্পাদক ও শেরে বাংলা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চিফ ফার্ম সুপারিন্টেন্ড কৃষিবিদ মোঃ মালেক বাদশাহ,
সহ সাংগঠনিক সম্পাদক ও সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের সিনিয়র সেলস এক্সিকিউটিভ লাবনী হাসনা চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক ও জুমবাংলা.কম এর সম্পাদক মাহামুদুল হাসান মেজর, সমিতির সহ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ও দুর্নীতি দমন কমিশন,প্রধান কার্যালয়ের উপ পরিচালক আহসানুল কবীর পলাশ, গণপূর্ত বিভাগ শেরে বাংলা নগরের নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান হাবীব, সমিতির কার্যনির্বাহী সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মশিউল আলম খান রনি, কার্যনির্বাহী সদস্য ও আনন্দ গ্রুপের জিএম এএইচএম মাহবুব হোসেন সরকার, কার্য নির্বাহী সদস্য এ আনাস ট্যুরিজমের ব্যবস্হাপনা পরিচালক সৈয়দ খলিলুর রহমান, সহ শিক্ষা ও গবেষণা সম্পাদক ও গ্রাফিক্স ডিজাইন বিডি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহানুর রহমান, কার্য নির্বাহী সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ কাইফ ইসলাম, সহ দপ্তর সম্পাদক ও আবৃত্তি ইন্টারন্যাশনাল লিঃ এর ব্যবস্হাপনা পরিচালক মোঃ তারিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ও কৃষিবিদ ইনিষ্টিটিউশন বাংলাদেশ এর একাউন্টস অফিসার মোঃ জুলফিকার আলী এবং কার্যনির্বাহী সদস্য ও রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য জনাব সুমনা আক্তার লিলিসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।