ফারুক তাহের, চট্টগ্রাম: দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরে ২০২২-২৩ অর্থবছরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।
আগের অর্থবছরের তুলনায় কন্টেইনার হ্যান্ডলিং কমেছে ২ লাখ ৪৮ হাজার ১৪ টিইইউএস। এর পেছনে আমদানি-রফতানির পরিমাণ কমে যাওয়া ও ডলার সংকটসহ বিভিন্ন কারণ রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এবার ২০২২-২০২৩ অর্থ বছরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৩০ লাখ ৭ হাজার ৩৪৪ টিইইউএস। যা গত অর্থ বছর থেকে ২ লাখ ৪৮ হাজার ১৪ টিউএস কম। ২০২১-২০২২ অর্থবছরে এই বন্দরে ৩২ লাখ ৫৫ হাজার ৩৫৮ টিইইউএস। এরও আগে অর্থাৎ ২০২০-২০২১ অর্থবছরে দেশের প্রধান এ সমুদ্রবন্দরে ৩০ লাখ ৯৭ হাজার ২৩৬ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং হয়।
এদিকে, বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ কমলেও ২০২২-২৩ অর্থ বছরে কার্গো হ্যান্ডলিংয়ের পরিমাণ বেড়েছে ১ লাখ সাড়ে ২২ হাজার মেট্রিক টন। বন্দরের তথ্য মতে, ২০২২-২০২৩ অর্থ বছরে কার্গো হ্যান্ডলিং হয়েছে ১১কোটি ৮২ লাখ ৯৬ হাজার ৭৪৩ মেট্রিক টন। আগের ২০২১-২০২২ অর্থবছরে এ বন্দরে ১১ কোটি ৮১ লাখ ৭৪ হাজার ১৬০ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং হয়েছে। এবার কার্গো হ্যান্ডলিং বেড়েছে ১ লাখ সাড়ে ২২ হাজার মেট্রিক টন।
এবার চট্টগ্রাম বন্দরের জাহাজ ভিড়েছে ৪ হাজার ২৫৩টি। আগের ২০২১-২০২২ বছর জাহাজের সংখ্যা ছিল ৪ হাজার ২৩১। অর্থাৎ এবার জাহাজও বেড়েছে ২২টি।
চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, ‘বন্দরে জাহাজ আাসার সংখ্যাও বেড়েছে। এছাড়া কার্গো হ্যান্ডলিংও বেড়েছে। তবে কন্টেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ কিছুটা কমেছে।’
তিনি বলেন, ‘চট্টগ্রাম বন্দরে জাহাজের গড় অবস্থানকালও কমে আসায় দ্রুত বার্থিং পাচ্ছে এবং বন্দর ত্যাগ করছে দেশি-বিদেশি জাহাজ। নতুন ইক্যুইপমেন্ট যুক্ত হয়েছে এবং সক্ষমতা বাড়ায় বন্দরে জাহাজ আসার সংখ্যা বেড়েছে।’
চট্টগ্রাম সিএ্যান্ডএফ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক সংকট, ডলার সংকটসহ বিভিন্ন কারণে কন্টেইনার হ্যান্ডলিং কম হলেও সামগ্রিক বিবেচনায় সদ্য শেষ হওয়া অর্থ বছরে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা কমেছে বলা যাবে না।’
বন্দর সচিব ফারুক বলেন, ‘কন্টেইনারে করে বিলাসদ্রব্য বেশি আসে, কার্গো পণ্যের বেশিরভাগই প্রয়োজনীয় পণ্য। সে কারণে এবারে কন্টেইনার হ্যান্ডলিং কম। এরপরও চট্টগ্রাম বন্দর তার কার্যক্রমের মধ্য দিয়ে গতিশীলতা ধরে রেখেছে। এখনও কন্টেইনার রাখার ক্ষেত্রে ৩০ শতাংশ জায়গা আমাদের খালিরয়েছে। ইক্যুইপমেন্টও পর্যাপ্ত রয়েছে। সুতরাং আমরা এর চেয়ে অনেক বেশি হ্যান্ডলিং করতে সক্ষম।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।