কম্পিউটার ক্যাবলের শেষ অংশে প্লাস্টিকের সিলিন্ডারের মতো দেখতে একটি অংশ থাকে। দেখতে সাধারণ জিনিস মনে হলেও এটি খুব গুরুত্বপূর্ণ একটি কাজ করে।
ক্যাবলের ভেতরে অনবরত দুটি ভিন্নধর্মী চার্জ প্রবাহিত হওয়ার ফলে সেখানে তড়িৎচৌম্বক ক্ষেত্রের ব্যাতিচার ঘটে। ফলে কিছু নয়েজ সৃষ্টি হয়। এই নয়েজসহ চার্জ কম্পিউটারে ঢুকলে কম্পিউটারের কিছু সংবেদনশীল যন্ত্রাংশের ক্ষতি হতে পারে।
তাই প্রবাহিত চার্জ থেকে নয়েজ দূর করার জন্য ক্যাবলের শেষ অংশে ঠিক কানেক্টরের কাছাকাছি সিলিন্ডারের মতো দেখতে এ অংশ থাকে, যাকে বলে ফেরাইট বিড (Ferrite Bead)। এর ভেতরে থাকে ফেরাইটের (আয়রন অক্সাইড ও সিরামিকের একধরনের যৌগ) গুঁড়া।
এই ফেরাইট বিড একধরনের পরিবাহী হিসেবে কাজ করে, যা অত্যন্ত উচ্চ কম্পাঙ্কের (৫-১০০ মেগাহার্টজ) নয়েজ কানেক্টর পর্যন্ত পৌঁছাতে দেয় না। ফলে, কম্পিউটার নিরাপদ থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।