উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সার্চ–সুবিধায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্তের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এ সুবিধা চালু হলে কম্পিউটার বা ল্যাপটপে থাকা বিভিন্ন ফাইল কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে খুঁজে পাওয়া যাবে। ফলে ব্যস্ততার সময় দ্রুত নির্দিষ্ট ফাইল ব্যবহারের সুযোগ মিলবে। এ ছাড়া গুগলের সার্কেল টু সার্চের মতো ‘ক্লিক টু ডু’ নামের একটি সুবিধাও যুক্ত করছে মাইক্রোসফট। ক্লিক টু ডু সুবিধাটি ব্যবহার করে এজ ব্রাউজারে দ্রুত সার্চ ফলাফল দেখা যাবে।
মাইক্রোসফটের তথ্যমতে, প্রাথমিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটযুক্ত কোপাইলট প্লাস পিসি মডেলের ল্যাপটপে এসব সুবিধা পাওয়া যাবে। সাধারণত ফাইল এক্সপ্লোরারের সার্চ বাটনে ফাইল বা ছবির নাম বা কিওয়ার্ড লিখে সার্চ দিলে প্রাসঙ্গিক ফাইল বা ছবির তালিকা দেখা যায়। তবে সার্চ সুবিধায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যুক্তের ফলে ছবি বা ফাইলের নাম ভুলে গেলেও প্রাসঙ্গিক যেকোনো তথ্য দিয়ে সেগুলো সহজে খুঁজে পাওয়া যাবে। যেমন জন্মদিনের কেকের ছবি খুঁজে পেতে সার্চ বাটনে কেক লিখলেই যেসব ছবিতে কেক রয়েছে, সেসব ছবি দেখা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।