কম্পিউটারের র্যাম কেনার ক্ষেত্রে ক্রেতাদের বেশ কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। এতে করে দাম ও চাহিদা অনুযায়ী ক্রেতারা পছন্দের র্যাম ক্রয় করতে পারবেন। আপনার কম্পিউটারে পর্যাপ্ত র্যাম না থাকলে অনেক প্রোগ্রাম একসাথে রান করতে সমস্যা হবে।
আপনি যদি ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করেন তাহলে Dual In-Line Memory Module র্যাম ব্যবহার করতে হবে। আর নোটবুক বা ল্যাপটপ হলে Small Outline DIMM ব্যবহার করবেন। র্যামের Double Data Rate বা DDR এর ভার্সন কত তা খেয়াল রাখবেন।
সর্বশেষ ভার্সনের ডিডিআর র্যাম ব্যবহার করবেন। বর্তমানে ডিডিআর ৪ ও ডিডিআর ৫ বিশিষ্ট র্যাম বাজারে এভিলেবল রয়েছে। ডিডিআর ৫ র্যাম এর ডাটা ট্রান্সফার রেট সবথেকে বেশি।
র্যামের ক্যাপাসিটি কত এবং ট্রান্সফার স্পিড কত সেটি কেনার আগে জেনে নিবেন। আপনার কত জিবি র্যাম দরকার সেটি আগে ঠিক করুন। বর্তমানে ৮ থেকে ৩২ জিবি পর্যন্ত র্যাম এর চাহিদা সবথেকে বেশি।
আর র্যামের মেগা ট্রান্সফার স্পিড যত বেশি হবে কম্পিউটারের জন্য ততই ভালো। চেষ্টা করুন ৩২০০ এমটিএস এর র্যাম ক্রয় করার জন্য। র্যামের ডাটা ট্রান্সফার স্পিড ৩২০০ এর কম হলে খুব বেশি উপকারে আসবে না।
বর্তমানে র্যাম কেনার আগে তার ল্যাটেন্সি নিয়ে ধারণা থাকলে ভালো। যেমন সিএল ১৮ রেটিং এর র্যাম থেকে সিএল ১৬ রেটিং এর র্যাম দ্রুত গতিতে কাজ করবে। যদিও তার জন্য আপনাকে কিছু বেশি অর্থ খরচ করতে হতে পারে।
আপনার র্যাম এর স্পিড ২৫ হাজার ৬০০ মেগাবাইট পার সেকেন্ড কিনা সেটি খেয়াল করে দেখুন। স্পিড তার থেকে বেশি হলে ভালো বরং কম না হওয়াই উচিত। আপনার মাদারবোর্ডের র্যামের স্লট কয়টি সেটি খেয়াল করে দেখুন।
মাদারবোর্ডে যতটি স্লট থাকবে ততটি র্যাম আপনি লাগাতে পারবেন। সাধারণত বর্তমানে মাঝারি দামের মাদারবোর্ডের চারটি র্যামের স্লট থেকে থাকে। সেক্ষেত্রে আপনার ৩২ জিবি র্যামের দরকার হলে চারটি ৮জিবি র্যাম ব্যবহার করতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।