স্পোর্টস ডেস্ক : কম্বোডিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ। লাল-সবুজদের হয়ে রাকিব হোসেনের গোলটিই ম্যাচের ব্যবধান গড়ে দেয়।
কম্বোডিয়ার মরোডোক জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ২৪ মিনিটের মাথায় এগিয়ে যায় জামাল ভূঁইয়া বাহিনী। এ সময় ডান প্রান্ত থেকে মতিন মিয়ার পাস ধরে আড়াআড়ি শটে বল জালে জড়ান রাকিব।
দ্বিতীয় হাফেও আক্রমণে এগিয়ে ছিল জামাল ভুঁইয়ারা। প্রতিপক্ষের গোলপোস্টে লক্ষ্য করে বেশ কিছু শট নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ওই ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
কম্বোডিয়ার বিপক্ষে সবশেষ দেখায় বাংলাদেশের ১-০ ব্যবধানে জয়ের সুখস্মৃতি আছে। যদিও সে ম্যাচের একমাত্র গোলদাতা রবিউল ইসলাম নেই এ দলে। তবে এ নিয়ে কোনো চিন্তা ছিল না বলে ম্যাচের আগে জানিয়েছিল দল।
কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশ এর আগে মোট চার ম্যাচে মুখোমুখি হয়েছিল। যেখানে জামালদের তিন জয়ের বিপরীতে একটিও হার নেই। ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে ২-১ গোলে জয় পায় বাংলাদেশ। ২০০৭ সালে পরেরবার দেখায় ১-১ গোলে ড্র হয় ম্যাচটি। পরের দুটি ম্যাচই লাল-সবুজরা জিতে ১-০ গোলের ব্যবধানে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel