বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইন্টারনেটে কম খরচের দিক থেকে বাংলাদেশ বিশ্বে ১২তম অবস্থানে রয়েছে। সম্প্রতি প্রকাশিত যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ক্যাবল ডট কম ডট ইউকের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়। এই সংস্থার মতে, বাংলাদেশে প্রতি জিবি ইন্টারনেট ব্যবহারের জন্য গুনতে হয় দশমিক ২৩ ডলার বা ২৫ দশমিক ৩৯ টাকা।
চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ইন্টারনেটের খরচের হিসাব পর্যালোচনা করে এই তথ্য দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ক্যাবল ডট কম ডট ইউকে। গত বছরও এই তালিকায় ১২তম অবস্থানে ছিল বাংলাদেশ। তবে এবার গত বছরের চেয়ে ইন্টারনেটের দাম আরও কমেছে।
ক্যাবল ডট কম ডট ইউকের এ তালিকায় শীর্ষে রয়েছে ইসরায়েল। প্রতি জিবি ইন্টারনেটে মাত্র দশমিক ০৮ ডলার খরচ করতে হয় ইসরায়েলিদের। এ তালিকায় এর পর রয়েছে যথাক্রমে ইতালি, ফিজি, সান ম্যারিনো ও কম্বোডিয়া।
গত বছর এই তালিকায় পঞ্চম স্থানে ছিল ভারত। এবার দেশটি কয়েক ধাপ পিছিয়ে অষ্টম অবস্থানে রয়েছে। এবার বেশ এগিয়েছে পাকিস্তান। গত বছর দেশটি বাংলাদেশের পেছনে ছিল। এবার শুধু বাংলাদেশ নয়, ভারতের চেয়েও এগিয়ে গেছে দেশটি, ৭ নম্বরে অবস্থান করছে।
এবার বিশ্বের ২৩৭টি দেশের ইন্টারনেট খরচের হিসাব প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ক্যাবল ডট কম ডট ইউকে। তাতে দেখা যায়, প্রতি জিবিতে সবচেয়ে বেশি খরচ হয় জিম্বাবুয়েতে, প্রায় ৪৪ ডলার। এর পর রয়েছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, খরচ জিবিপ্রতি প্রায় ৪০ ডলার।
ক্যাবল ডট কম ডট ইউকে বলছে, বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেটের বিভিন্ন জেনারেশন চালু আছে। কোথাও এখনো ফাইভ জি যায়নি। এ কারণে ইন্টারনেটের দামের এত তারতম্য হয়।
এ ব্যাপারে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘আমরা সবার ক্রয় ক্ষমতার মধ্যে ইন্টারনেটের খরচ নামিয়ে আনতে চাই। এটা একটা ভালো খবর যে ইন্টারনেট ব্যবহারের খরচ আগের চেয়ে কমেছে। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য এই খরচ আরও কমিয়ে কীভাবে আনা যায়, সে চেষ্টা সরকারের আছে।’
মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে আমরা মোবাইল অপারেটর দিয়ে প্যাকেজ সংখ্যা অনেক কমিয়ে এনেছি। আমরা বলেছি যে, ইন্টারনেট ব্যবহারের খরচ কোনোভাবেই বাড়ানো যাবে না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।