জুমবাংলা ডেস্ক : আগামী ২০২৪-২৫ অর্থবছরের বিভিন্ন করছাড় বাতিল করে প্রায় ১ হাজার কোটি টাকা আদায় করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যদিও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুসারে, আগামী বাজেটে এনবিআরকে নানা খাতে কর কমাতে হবে। এরই অংশ হিসেবে বেশ কিছু তথ্যপ্রযুক্তি সেবায় কর অব্যাহতি সুবিধা তুলে দেওয়া হতে পারে। অন্যদিকে প্রত্যাহার হতে পারে মেট্রোরেলের ওপর ভ্যাটমুক্ত সুবিধাও।
আইএমএফের কাছে দেওয়া এক উপস্থাপনায় এসব তথ্য দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রাজস্ব খাত নিয়ে আইএমএফের অন্যতম বড় শর্ত হচ্ছে, রাজস্ব আয়ে স্বাভাবিক প্রবৃদ্ধির বাইরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) দশমিক ৫ শতাংশের অতিরিক্ত শুল্ক-কর আদায় করতে হবে।
এনবিআর সূত্র জানায়, আগামী অর্থবছরে এনবিআরকে স্বাভাবিক প্রবৃদ্ধির অতিরিক্ত ১৫ হাজার ৩০০ কোটি টাকা আদায় করার শর্ত দিয়েছে আইএমএফ। এর পরিপ্রেক্ষিতে কোন কোন খাত থেকে বাড়তি কর আদায় হতে পারে, তার একটি তালিকা করেছে এনবিআর। গত রোববার আইএমএফের প্রতিনিধিদের সামনে তা উপস্থাপন করেছে সংস্থাটি।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর গণমাধ্যমকে বলেন, আগামী অর্থবছরের জন্য এনবিআরকে আরেকটু উচ্চাভিলাষী হওয়া উচিত। টাকার অবমূল্যায়ন ও ডলারের বাড়তি দামের কারণে চলতি অর্থবছর এমনিতেই একটু বেশি কর আদায় হবে। আগামী বছর এই সুবিধা না-ও থাকতে পারে।
তাঁর মতে, স্বাভাবিক প্রবৃদ্ধির বাইরে এনবিআরের উচিত ২০-২৫ হাজার কোটি টাকা বেশি আদায় করার পরিকল্পনা করা। করছাড় কমিয়ে এবং কিছু খাতে কর আরোপ করেও বাড়তি অর্থ আদায় করা সম্ভব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।