‘করণ জোহরের বিয়ে’, শুনে চমকে গেলেন আলিয়া

বিনোদন ডেস্ক : করণ জোহরের বিয়ে? কি, শুনে চমকে গেলেন? করণ জোহর। বলিউডের দাপুটে স্টার। পরিচালক তথা প্রযোজন, যিনি নয়ের দশক থেকে দর্শক মনে জায়গা করে আসছেন শাহরুখ খানের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তিলে তিলে বলিউড সাম্রাজ্যের অন্যতম কর্ণধার হয়ে উঠেছেন তিনি। বর্তমানে করণ জোহর এক ব্র্যান্ড। যাঁকে নিয়ে নানা জনের নানা মত।

কেউ বলেন, তিনি স্বজন পোষণ করছেন, কেউ বলেন তিনি আবার স্টার কিড ছাড়া কাজ করতে চান না। যদিও সময়ের সঙ্গে সঙ্গে এই সব তথ্যকেই তিনি ভুল প্রমাণিত করেছেন। যদিও বিতর্কের অবসান ঘটতে দেখা যায়নি। কারণ করণ জোহর মানেই ট্রোলিং, করণ জোহর মানেই বলিউডের অন্দরমহলে একরাশ জল্পনা। তবে তাতে তাঁর কিছুই যায় আসে না। কারণ একটাই, তিনি বরাবরই ট্রোলিংকে ভীষণ সাহসের সঙ্গে গ্রহণ করেছিলেন। তবে যে যাই বলুক, করণ জোহরের ঘনিষ্টতা বলিউডের সঙ্গে বেশ। তাঁর কাছের মানুষের তালিকা বেশ দীর্ঘ। সেই কাছের মানুষরাই জানেন না করণের বিয়ে?

শুনে নিজেই চমকে গিয়েছিলেন আলিয়া ভাট। কফি উইথ করণ শোয়ে ব়্যাপিড ফায়ার রাউন্ডে আলিয়া ভাটকে এভাবেই চমকে দিয়েছিলেন করণ জোহর। এই এপিসোডে অতিথিদের কিছু একটা টপিক দেওয়া হয়, যা নিয়ে তাঁদের বলতে বলা হয়। আলিয়াকে দেওয়া হয় ‘মাই ম্যারেজ’ টপিস। শুনে চমকে ওঠেন আলিয়া ভাট। বলেন, আমার বিয়ে? অর্থাৎ করণের বিয়ে? শুনে পাল্টা হেলে লুটোপুটি করণ জোহর। বললেন, না-না, এটা তোমার বিয়ে নিয়ে বলতে বলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তবে থেকেই ভাইরাল সেই ভিডিয়ো। যা নিয়ে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ওঠে হাসির রোল।