আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সারলান্ড, বাভারিয়া, লোয়ার সাক্সোনি ও বার্লিন রাজ্য সোমবার থেকে সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে৷ করোনায় এখন পর্যন্ত ছয়জন মারা গেছেন৷ আক্রান্তের সংখ্যা দুই হাজার তিনশ ছাড়িয়েছে৷ খবর ডয়চে ভেলের।
এদিকে, আগামী মঙ্গলবার থেকে ২ এপ্রিল পর্যন্ত জার্মানির প্রথম ও দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ তবে এই সপ্তাহের ম্যাচগুলো দর্শকহীন অবস্থায় অনুষ্ঠিত হবে৷
জার্মানির অর্থমন্ত্রী ওলাফ শলৎস ও অর্থনীতি বিষয়কমন্ত্রী পেটার আল্টমায়ার করোনার কারণে ক্ষতিগ্রস্ত কোম্পানি ও কর্মীদের আর্থিক সহায়তা দেয়ার পরিকল্পনা করছেন বলে জানা গেছে৷
ইতিমধ্যে লাইপসিশ বইমেলা, আগামী এপ্রিলে নির্ধারিত ম্যার্কেলের দলের সম্মেলন বন্ধ করা হয়েছে৷ হানোফার শিল্পমেলাও পিছিয়ে দেয়া হয়েছে৷
জার্মান কালচারাল কাউন্সিল বলছে, বাণিজ্যমেলাসহ বিভিন্ন অনুষ্ঠান বাতিল হওয়ায় সাংস্কৃতিক ও গণমাধ্যম খাত ‘ব্যাপক ক্ষতিগ্রস্ত’ হয়েছে৷
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল অপ্রয়োজনীয় পাবলিক ইভেন্ট বাতিলের আহ্বান জানিয়েছেন৷ বৃহস্পতিবার তিনি এক সংবাদ সম্মেলনে এক হাজারের কম মানুষ জমায়েত হয়, এমন অনুষ্ঠান বাতিল করা উচিত বলে মন্তব্য করেন৷ এর আগে এক হাজারের বেশি মানুষ জমায়েত হতে পারে এমন অনুষ্ঠান বাতিলের আহ্বান জানিয়েছিল কর্তৃপক্ষ৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।