ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখছেন করিম বেনজেমা

স্পোর্টস ডেস্ক: করিম বেনজেমা পুরো মৌসুমজুড়েই আছেন দুর্দান্ত। থাকলেন ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগেও। রিয়াল মাদ্রিদ হেরে গেছে ৪-৩ গোলে। কিন্তু বেনজেমা ছিলেন উজ্জ্বল, করেছেন জোড়া গোল। ১১ মিনিটের মাথায় দুই গোল খাওয়া রিয়াল এখনও ভালোভাবেই টিকিয়ে রেখেছে ফাইনালের স্বপ্ন।

আগের দুই রাউন্ডেও শুরুতে পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। চেলসি ও পিএসজির বিপক্ষে ম্যাচগুলোতে ত্রানকর্তা হয়েছিলেন বেনজেমা। এবারও তেমন জাদুকরি কিছুর স্বপ্নই দেখিয়েছেন ফরাসি তারকা। তবে তার জন্য সমর্থকদের অন্য যেকোনো সময়ের চেয়ে যে বেশি করে দরকার, মনে করিয়ে দিয়েছেন সেটিও।

তিনি বলেছেন, ‘হার কখনোই ভালো জিনিস না কিন্তু এই চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আমরা রোমাঞ্চিত আর গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমরা কখনো হাল ছাড়ি না। এখন আমাদের বার্নাব্যুতে ফিরতে হবে আর সমর্থকদের অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি করে লাগবে জাদুকরি ও জয়ের জন্য কিছু করতে।’

মঙ্গলবার রাতের ম্যাচ নিয়ে বেনজেমা বলেছেন, ‘আমরা ম্যাচ শুরু করেছি আত্মবিশ্বাস ছাড়া, ম্যানচেস্টার সিটির মতো প্রতিপক্ষের বিপক্ষে এমনটাই ঘটবে। এই ম্যাচটাতে সবকিছুরই একটু একটু কমতি ছিল।’

‘এখন ৯০ মিনিট বাকি আছে বার্নাব্যুতে যেখানে সমর্থকরা আবারও ব্যবধান গড়ে দিতে পারে। আমরা এই জায়গাটা মাথা উঁচু রেখে ছেড়ে যাচ্ছি পরের লেগে ভালো খেলার জন্য। সমর্থকরা গর্বের সঙ্গে স্টেডিয়াম ছেড়েছে। আমাদের নিজেদের মাথা ঠান্ডা রাখতে হবে আর দেখতে হবে উন্নতির জন্য আমাদের কী করতে হবে। সবকিছুর ছোট ও শুরুর ব্যাপারে।’