
আন্তর্জাতিক ডেস্ক : কোভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বাড়ির মালিক। সেই সুযোগে বাড়িতে ঢুকে ৫০ হাজার টাকা নগদ ও সোনার গয়না চুরি করল চোর। তবে চুরি করাই নয়। ফাঁকা বাড়ি পেয়ে মাংস, ভাত, রুটি বানিয়ে খেয়ে দেয়ে তার পর চম্পট দিল চোর। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের জামশেদপুরে।
আনন্দবাজারর একটি প্রতিবেদন থেকে জানা গেছে, ওই বাড়ির মালিক একজন শিক্ষক। কোভিডে আক্রান্ত হয়ে তিনি জামশেদপুরের টাটা মেন হাসপাতালে ভর্তি রয়েছেন। ওই ব্যক্তির ভাই শুক্রবার বিকেলে এসে দেখেন বাড়িতে চুরি হয়েছে। পরে শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
তার দাবি, ‘‘পালানোর আগে চোরেরা খাসির মাংস, ভাত, রুটি রান্না করে খেয়েছে। গোটা বাড়ি লন্ডভন্ড করেছে।’’
তিনি জানিয়েছেন তার দাদা করোনায় আক্রান্ত হওয়ার পর বাড়ি সিল করে দেয়া হয়েছিল। তার বউদি ও ভাইপো গত এক মাস ধরেই তাদের গ্রামের বাড়িতে আছেন।
ঘটনা নিয়ে জামশেদপুর পুলিশের ডেপুটি সুপার অলোক রঞ্জন বলেছেন, ‘‘চোরের নগদ ৫০ হাজার টাকা ও প্রায় সমমূল্যের গয়না চুরি করেছে। বাড়ির মালিক কোভিডে আক্রান্ত হয়ে টাটা মেন হাসপাতালে চিকিৎসাধীন। ওই ব্যক্তি আক্রান্ত হওয়ার পর ওই এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। সেখানে নিরাপত্তারক্ষীও মোতায়েন করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি।’’
জামশেদপুরের অন্য একটি চুরির ঘটনায় চোর মোবাইল ফোন, নগদ টাকার সঙ্গে স্যানিটাইজার নিয়েও পালিয়েছে চোরেরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।