আন্তর্জাতিক ডেস্ক : করোনা পরবর্তী পৃথিবী কেমন হবে তা নিয়ে সকলেই চিন্তিত। অনেকেই বলছেন কিছুই আর আগের মতো থাকবে না। এ পরিস্থিতিতে কেমন হতে পারে সেই দুনিয়া, তার একটি গাইডলাইন প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া প্রশাসন।
করোনাকে হারিয়ে ছন্দে ফেরার পর আগামী দুবছর নাগরিকরা কেমনভাবে চলবেন, তাদের জীবন কেমনভাবে কাটাবেন, কী করবেন আর কী করবেন না তা নিয়ে নির্দেশিকা জারি করেছে সিওল প্রশাসন।
নির্দেশিকায় বলা হয়েছে, আগামী দুবছর সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা বাধ্যমূলক। অর্থাৎ বন্ধু বা প্রিয়জনের সঙ্গে দেখা হলেই জড়িয়ে ধরা কিংবা করমর্দন করা বন্ধ। ফলে করোনা পরবর্তী পৃথিবীতে ‘সালাম/আদাব’ কিংবা ‘বাও’ করাটাই রীতি হতে যাচ্ছে।
নিয়ম বদল হচ্ছে গণ পরিবহণেরও। এবার থেকে প্রি-বুকিং করে তবেই গাড়িতে উঠতে হবে। ট্যাক্সিতে নগদ দেওয়ার বদলে অনলাইনে টাকা দিতে হবে বলেও জানানো হয়েছে।
রেস্তোরাঁ বা ক্লাবের রীতিনীতিতেও বদল আনছে দক্ষিণ কোরিয়া প্রশাসন। বলা হয়েছে, খুব বেশি সময় সেখানে কাটানো যাবে না। খাবার অর্ডার দিলে, তা দ্রুত দিতে হবে। এমনকি, একই প্লেট থেকে দুজন খাবার খেতে পারবেন না। আলাদা-আলাদা প্লেটেই খেতে হবে।
নির্দেশিকায় বলা হয়েছে, কেউ বিদেশ থেকে ফিরলে দু সপ্তাহের আগে তাকে কাজ যোগ দিতে বলা চলবে না। অফিস গুলিকে বলা হয়েছে, ভিডিও কনফারেন্স, ওয়ার্ক ফ্রম হোমের মাধ্যমে কর্মীদের কাজ করাতে হবে। অফিসে প্রয়োজনের দুজনের কাজের জায়গার মাঝখানে পাঁচিল রাখতে হবে। শপিং মলে কেনাকাটার সময় এক মিটার দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক।
এ প্রসঙ্গে দেশটির উপ স্বাস্থ্যমন্ত্রী কিম গ্যাং লিপ বিশেষজ্ঞদের উদ্ধৃত করে বলেন, আগামী দুবছর এই প্রাণঘাতী ভাইরাসের প্রভাব থাকবে। আমাদের এটা মেনে নিতে হবে যে, আগে যেভাবে জীবন উপভোগ করতাম আগামী দিনে সেটা সম্ভব নয়। তাই আমাদের সামাজিক ও অর্থনৈতিক কাজকর্ম চালু করতে কিছু নিয়ম মেনে চলা দরকার।
প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ায় আর মাত্র ২৪০ জন করোনা রোগী রয়েছে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যাও দিন দিন কমে আসছে। সূত্র: সংবাদ প্রতিদিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।