জুমবাংলা ডেস্ক : করোনাকালে সম্মুখযোদ্ধা পুলিশ সদস্যদের অনবদ্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল সোমবার পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে পররাষ্ট্রমন্ত্রী ওই প্রশংসা করেন।
পররাষ্ট্রমন্ত্রী করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে শাহাদতবরণকারী পুলিশ সদস্যদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় আইজিপি পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি থাকাকালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নারী পুলিশের অন্তর্ভুক্তির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর বলিষ্ট ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ সব সময় আপনার অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে।
সাক্ষাৎকালে আইজিপির সঙ্গে অতিরিক্ত আইজি এস এম রুহুল আমিন, কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান (ডিআইজি) মনিরুল ইসলাম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।