আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র করোনাভাইরাসের বিরুদ্ধে পুরোপুরি জয় লাভ করবে। এ সময় ট্রাম্প নিজেকে এই যুদ্ধের সময়ের প্রেসিডেন্ট বলেও দাবি করেন।
বুধবার সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, এটি একটি যুদ্ধ। এটি একটি অদৃশ্য শত্রু। তবে আমরা এই অদৃশ্য শত্রুকে হারাবো।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই সদস্য ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে মারা গেছেন ১৫০ জন।
উল্লেখ্য, বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়াল্র্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ২ লাখ ১৯ হাজার ২৪০ জন। এদের মধ্যে বর্তমানে ১ লাখ ২৪ হাজার ৫২৮ জন বর্তমানে চিকিৎসাধীন এবং ৬ হাজার ৮১৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এছাড়া করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৯৪ হাজার ৭১২ জন (৯১ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ৯ শতাংশ রোগী মারা গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।