আন্তর্জাতিক ডেস্ক : প্যাট্রিক দেলগাদো এবং লরেন জিমনেজের বিয়ের সবকিছু ঠিকঠাকই ছিল। বিয়ের ৫ দিন আগেই এলো সেই খারাপ খবর। যা তারা কখনোই ভাবতে পারেননি।
জানা গেল, কনের করোনা হয়েছে। অর্থাৎ লরেন জিমনেজ-এর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। তবে কি বিয়েটা ভেস্তে যাবে? চিন্তিত হয়ে পড়েছিলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এই নব-দম্পতি। তবে সেই দুশ্চিন্তাকে দূরে ঠেলে স্বল্প আয়োজনেই সেরে ফেললেন বিয়ে।
বাড়ির দোতলার জানালায় বসে কনের পোশাকে বিয়ে সারলেন লরেন জিমনেজ। আর বরবেশে জানালার নিচে দাঁড়িয়েছিলেন প্যাট্রিক দেলগাদো। আর ওপর থেকে লরেন বললেন ‘কবুল হ্যায়’।
গত ৪ বছর ধরে সম্পর্কে ছিলেন প্যাট্রিক দেলগাদো এবং লরেন জিমনেজ। তবে বিয়ের আগে এমনটা হবে কেইবা জানত! মাত্র পরিবার ও বন্ধু মিলিয়ে মাত্র ১০ জনের উপস্থিতিতেই বিয়েটা সম্পন্ন হয়। উপস্থিত সকলেরই করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।
বর প্যাট্রিক দেলগাদো জানায়, ‘আমি সত্যিই দুঃখ পেয়েছিলাম কারণ আমাদের পরিকল্পনা সমস্ত কিছু ইতোমধ্যে বাতিল হয়ে গেছে’।
অন্যদিকে, নববধূ লরেন জিমনেজ জানান, ‘আমি সব সময়ই বিয়ে নিয়ে স্বপ্ন দেখেছি। কখনই আশা করিনি যে এমনটা হবে।’
সূত্র : জি নিউজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।