জুমবাংলা ডেস্ক: করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. আরমান হোসেন সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডা. শহীদুল্লাহ কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তার বাসার সবাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানতে পেরেছি। তিনি বর্তমানে নিজ বাসায় অবস্থান করছেন। সেখানেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।
চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) জানিয়েছে, দেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত শতাধিক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।