Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : আগামী শুক্রবার নিউ ইয়র্কে একটি সম্মেলন ডেকেছিলো মার্কিন কাউন্সিল অন ফরেন রিলেশনস-সিএফআর। বুধবার এটি বাতিলের কথা জানায় সংস্থাটি। ব্লুমবার্গ
এই সম্মেলন ছাড়াও নিউইয়র্ক আর ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য সব সেমিনার আর গোলটেবিলও বাতিল করেছে সংস্থাটি।
এছাড়াও বাতিল হয়েছে নিউইয়র্ক অটো শো। গ্রেটার নিউ ইয়র্ক অটোমোবাইল অ্যাসোসিয়েশন জানিয়েছে, আগস্টের শেষ নাগাদ অনুষ্ঠিত হবে এই শো।
নিউ ইয়র্ক শহর এবং শহরতলী নিউ রোশেলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এলাকাটি রক্ষায় মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ডস।
পুরো যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের কারণে বাতিল হয়েছে কমপক্ষে ৫০টি বড় কর্পোরেট ইভেন্ট। ক্ষতিগ্রস্থ হয়েছেন ১০ লাখ মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।