Advertisement
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন৷
আজ মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘মুজিববর্ষ বাস্তবায়ন আন্তর্জাতিক উপকমিটির’ সভা শেষে তিনি গণমাধ্যমকে এই তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ৩০ মার্চ দুই দিনের সফরে জাপান যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার৷ জাপানের রাজার সঙ্গেও সাক্ষাতের ব্যবস্থা হয়েছিল। কিন্তু যেহেতু জাপানেও করোনাভাইরাস বেশ সোচ্চার হয়েছে, সেহেতু সফর স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে কোনো এক সময়ে জাপান সফরে যাব। তাতে তাদের কোনো আপত্তি নাই। আমরা যেখানে যাই, মাননীয় প্রধানমন্ত্রী গেলে একটা বড় ব্যবসায়িক প্রতিনিধি যায়, আমাদের ব্যবসা-বাণিজ্য বাড়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



