
আন্তর্জাতিক ডেস্ক : পুরো বিশ্বে এখন পর্যন্ত ৯০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞরা বলেছেন, পৃথিবীব্যাপী অন্তত ৭০ শতাংশ মানুষ এখন এই ভাইরাসে আক্রান্তের ঝুঁকিতে আছেন।
এরকম পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মাস্ক ব্যবহারের পাশাপাশি হ্যান্ডওয়াশ ব্যবহারের কথাও বলছেন তারা।
এর আগে শোনা যাচ্ছিল, চীন এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মাস্কের সঙ্কট দেখা দিয়েছে। এবার নিউ জিল্যান্ডে হ্যান্ডওয়াশের সঙ্কট দেখা দিয়েছে। সে দেশের বেশিরভাগ দোকানে হ্যান্ডওয়াশের মজুদ শেষ হয়ে গেছে। অনেকেই হ্যান্ডওয়াশ কিনতে গিয়ে না পেয়ে ফিরে যাচ্ছেন।
যাদের দোকানে হ্যান্ডওয়াশ রয়েছে, প্রতিজনকে কেবল দু’টি করে প্যাকেট দেওয়া হচ্ছে। সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে, হ্যান্ডওয়াশ কেউ যেন বেশি করে না কেনে। তাহলে অন্যরা হ্যান্ডওয়াশ কিনতে পারবে না। সুষম বন্টন যেন ঠিক থাকে, সে ব্যাপারে সবাইকে সহযোগিতার আহ্বান করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, হ্যান্ডওয়াশের ঘাটতি দেখা দিলে বিকল্প হিসেবে সাবান কিংবা অন্যান্য সামগ্রী ব্যবহার করে পরিচ্ছন্ন থাকা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।