আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ।
স্পেনীয় সরকারের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। খবর স্ট্রেইটস টাইমস পত্রিকার।
বিবৃতিতে জানানো হয়েছে, বেগোনা গোমেজের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এ পরীক্ষা পজিটিভ হয়েছে। এরপর প্রধানমন্ত্রীর আশপাশের ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা যায়, তাদের কয়েকজনও করোনায় আক্রান্ত হয়েছেন।
জানা গেছে, বেগোনা গোমেজ বর্তমানে মনক্লোয়ায়ই আছেন। স্বাস্থ্য কর্তৃপক্ষের দেয়া প্রতিরোধমূলক ব্যবস্থা অনুসরণ করছেন তিনি।
স্পেনে এখন পর্যন্ত ৬ হাজার ৩৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই ভাইরাসে দেশটিতে মৃত্যু হয়েছে ১৯৫ জনের।ইউরোপে ইতালির পর সর্বোচ্চ আক্রান্ত হয়েছে স্পেনে।
করোনাভাইরাস মোকাবিলায় দেশটিতে ১৫ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির রাজধানী মাদ্রিদ এবং এর আশেপাশের শহরগুলোতে রেস্তোরাঁ, বার এবং দোকানপাট বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। তবে খাদ্যপণ্য ওষুধ ও পেট্রল পাম্প খোলা থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।