স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের ধাক্কা লাগলো ক্রিকেটেও। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দুই সপ্তাহের জন্য পিছিয়ে দিয়েছে ভারতের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। নির্দিষ্ট তারিখের পরিবর্তে আগামী ১৫ এপ্রিল শুরু হবে এ টুর্নামেন্ট। উল্লেখ্য, এ মাসের ২৯ তারিখ থেকে আইপিএল শুরু হওয়ার কথা ছিল। খবর ইএসপিএন ক্রিকইনফো।
শুক্রবার আইপিএলের ৮টি ফ্রেঞ্চাইজিকে এ সিদ্ধান্ত জানানো হয়। বিসিসিআই এর তরফ থেকে বলা হয়েছে, শনিবার প্রত্যেক দলের সঙ্গে ফের বৈঠকে বসবে তারা। বিসিসিআই-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
উল্লেখ্য, নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতে। দেশটি ইতিমধ্যে বিশেষ কারণ ছাড়া ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।
এর আগে বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসেকে বৈশ্বিক মহামারি বলে ঘোষণা দেয়। এর পরপরই ক্রীড়াজগতের কয়েকটি বড় টুর্নামেন্ট স্থগিত করা দেওয়া হয়েছে। এবার সেই পথ অনুসরণ করলো আইপিএল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।