গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৯১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩১২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৬ জনে। মোট সুস্থ হয়েছেন ৭৫ জন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুই কারণে দেশে করোনাভাইরাস ছড়িয়েছে- লকডাউন সঠিকভাবে হচ্ছে না, আক্রান্ত এলাকা হতে লোকজন ভালো এলাকায় যাচ্ছে।
আজ রবিবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভকগের(এম আইএস)পরিচালক ড. মো. হাবিবুর রহমান ‘করোনা ভাইরাস সংক্রান্ত’ অনলাইন স্বাস্থ্য বুলেটিনে যুক্ত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রথমত, লকডাউন কাজ করছে না সেভাবে, যেভাবে আমরা আশা করছি। দ্বিতীয়ত, লোকজন আক্রান্ত এলাকা হতে ভালো এলাকায় যাচ্ছে। নতুন লোক আক্রান্ত হচ্ছে। অর্থাৎ কমিউনিটি ট্রান্সমিশন বেড়ে যাচ্ছে।’
তিনি বলেন, আমরা সেই সপ্তাহে চলে এসেছি যখন ইউরোপ-আমেরিকায় বিপর্যয় শুরু হয়েছিল।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা বর্তমানে আক্রান্তের সপ্তম সপ্তাহে আছি। এ সপ্তাহে থেকে ইউরোপ ও আমেরিকায় লক্ষ লক্ষ লোক আক্রান্ত হয়েছেন এবং হাজার হাজার লোক মারা গিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।