জুমবাংলা ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কৌশল নির্ধারণের জন্য আজ রবিবার ভিডিও কনফারেন্সে বসছেন সার্ক নেতারা। বিকাল ৫টায় এ কনফারেন্সটি হতে পারে বলে জানিয়েছে একটি সূত্র।
জানা গেছে, দক্ষিণ এশিয়ায় করোনাভাইরাসের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ নেওয়ার জন্য গত শুক্রবার টুইটারে ভিডিও কনফারেন্সের জন্য সার্ক নেতাদের আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির আহ্বানের পরপরই এতে সম্মতি জানায় বাংলাদেশ। এরপর সার্কের অন্যান্য দেশও রাজি হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন।
এ যৌথ ভিডিও কনফারেন্সের বিষয়টি শনিবার নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার টুইট করে বলেন, ‘অভিন্ন মঙ্গলের জন্য একসাথে হচ্ছি!’
শুক্রবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় শক্তিশালী কৌশল গ্রহণের জন্য সার্কভুক্ত দেশগুলোর নেতাদের প্রতি আমি প্রস্তাব জানাতে চাই যে, নিজ দেশের নাগরিকদের সুস্থ রাখার উপায়গুলো নিয়ে আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করতে পারি। একসাথে, আমরা বিশ্বের কাছে একটি উদাহরণ স্থাপন করতে পারি এবং স্বাস্থ্যকর একটি পৃথিবী গঠনে অবদান রাখতে পারি।’
একই সময়ে অন্য এক টুইট বার্তায় মোদি বলেন, ‘পুরো বিশ্ব এখন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে এবং বিভিন্ন স্তরে সরকার ও জনগণ এ ভাইরাস মোকাবিলায় যথাসাধ্য চেষ্টা করছে। দক্ষিণ এশিয়া, যা বিশ্বের উল্লেখযোগ্য সংখ্যক মানুষের আবাসস্থল, সেখানে আমাদের নাগরিকদের সুস্থতা নিশ্চিত করতে কোনো রকম কৃপণতা করা উচিত নয়।’
উল্লেখ্য, গতকাল শনিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেড় লাখের বেশি মানুষ। আর মারা গেছেন ৫,৬১৭ জন। এর মধ্যে চীনে ৩১৮৯ জন, ইতালিতে ১২৬৬ জন ও ইরানে ৬১১ জন মারা গেছেন। বাকিগুলো অন্যান্য দেশে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।