জুমবাংলা ডেস্ক : বচীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সারাবিশ্বে আতঙ্ক ছাড়িয়েছে। করোনাভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী পাঁচ হাজার ৪০৩ জন মানুষ মারা গেছে। করোনাভাইরাসের একটি প্রকরণ নভেল করোনা (Covid-19)। ক্রমশ বাড়ছে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে মহামারী হিসেবে ঘোষণা করেছে।
চীন থেকে উৎপত্তি এ ভাইরাস অন্যান্য দেশের মতো এদেশেও আতঙ্ক ছড়িয়েছে। এরই মধ্যে কয়েক জন আক্রান্তও হয়েছে করোনাভাইরাসে। অনেকে বাইরের দেশ থেকে দেশে ফিরছেন। তাদের সরকারি স্বাস্থ্য বিভাগ থেকে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।
এসময় অনেকেই আক্রান্ত হচ্ছেন ঠাণ্ডা জ্বরে। তবে ঠাণ্ডা বা জ্বর হলেই আপনি করোনায় আক্রান্ত নন। নিশ্চিত হতে, করোনা পরীক্ষা করে নিতে পারেন। জানেন কি? করোনা শনাক্তে আপনাকে কি কি স্বাস্থ্য পরীক্ষা করতে হবে? জেনে রাখুন করোনা সন্দেহ হলে কোন কোন পরীক্ষা করাবেন-
সোয়াব টেস্ট
এই পরীক্ষাটি করা হয় আপনার গলা বা নাকের। একটি সুতি কাপড়ে আপনার গলা ও নাক থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।
নাকের পরীক্ষা
এক্ষেত্রে ল্যাব সহকারী আপনার নাকের ভেতর স্যালাইন দিয়ে তা থেকে নমুনা সংগ্রহ করবে।
শ্বাসনালির পরীক্ষা
ব্রঙ্কস্কোপ নামের পাতলা এবং লাইটযুক্ত নল দিয়ে ফুসফুসের নমুনা সংগ্রহ করা হয়।
স্পুটাম পরীক্ষা
এ পরীক্ষাটি করা হয় ফুস্ফুস এবং নাকের শ্লেষ্মার নমুনা থেকে।
রক্ত পরীক্ষা
করোনাভাইরাস শনাক্তে রক্ত পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ।
যেহেতু এই ভাইরাসের কোনো নিরাময় নেই। তাই করোনা থেকে বাঁচতে প্রয়োজন সচেতনতা আর সতর্কতা। নিজে সচেতন হোন। সেইসঙ্গে পরিবার ও আশেপাশের সবাইকে এ বিষয়ে সতর্ক করুন।
কীভাবে করোনাভাইরাস থেকে দূরে থাকবেন?
> সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন।
> বারবার হাত ধুতে অ্যালকোহলযুক্ত স্যালিটাইজার ব্যবহার করুন।
> কমপক্ষে ২০ মিনিট ধরে হাত সাবান দিয়ে ঘষে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন।
> বাইরে মাস্ক ব্যবহার করুন।
> আক্রান্ত ব্যক্তির কাছ থেকে দূরে থাকুন।
> গণপরিবহন এবং জনসমাগম এড়িয়ে চলুন।
সূত্র: টাইমসঅবইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।