আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হওয়াতে অবাক হননি জানিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো বলেছেন, করোনাভাইরাস বৃষ্টির মতো, যাতে সবাই ভিজবে।
গতকাল মঙ্গলবার ব্রাজিলের প্রেসিডেন্ট নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন। তিনি জানান, তার যেসব উপসর্গ সবই মৃদু এবং এখন তিনি সম্পূর্ণ সুস্থ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে বলসেনারো কোভিড-১৯ নিয়ে ঠাট্টা করেন এবং তিনি বলেন এটা গুরুতর কিছু না। গত রোববার বলসেনারো একটি অনুষ্ঠানে মাস্ক ছাড়া হাজির হন।
এর আগে, করোনাকে একটি ছোট ফ্লু বলেও আখ্যা দিয়েছিলেন তিনি। সেইসঙ্গে করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে জারি করা লকডাউনের ঘোর বিরোধী ছিলেন বলসোনারো। পাশাপাশি করোনাকালে মাস্ক পরা নিয়েও অনীহা ছিল তার।
এছাড়া করোনা মহামারি পরিস্থিতির মধ্যে বলসেনারোর সঙ্গে মত বিরোধের কারণে ব্রাজিলের দুইজন স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যেই পদত্যাগ করেছেন।
এদিকে ব্রাজিলে প্রায় ৬৭ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া ১৭ লাখ মানুষ কোভিড-১৯ আক্রান্ত বলে শনাক্ত হয়েছে দেশটিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।