স্পোর্টস ডেস্ক : আশার খবর। করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। সোমবার তার করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে। তাই দ্রুত মাঠে ফেরার চেষ্টায় এই অলরাউন্ডার।
মঙ্গলবার দুপুরে মাহমুদউল্লাহ জানান, ‘গতকাল আমার করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। এখন আমি যত দ্রুত সম্ভব মাঠে ফেরার চেষ্টা করছি। এই সময়ে আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’
করোনার কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে পারেননি মাহমুদুল্লাহ। পাকিস্তান যাওয়ার আগ মুহূর্তে রুটিন চেকআপে ধরা পড়ে তিনি করোনা পজেটিভ। যাওয়া হয়নি পাকিস্তান। তার দল মুলতান সুলতান্স অবশ্য ফাইনালের আগেই বিদায় নিয়েছে।
পজেটিভ আসার পর আইসোলেশনে ছিলেন মাহমুদউল্লাহ। খুব দ্রুতই সেরে উঠছেন তিনি। নয় দিনের মাথায় তার রেজাল্ট এলো নেগেটিভ।
মাহমুদুল্লাহর চোখ এখন বঙ্গবন্ধু টি-২০ কাপে। আগামী ২৪ নভেম্বর থেকে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। জেমকন খুলনার হয়ে খেলবেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।