প্রবীর বড়ুয়া চৌধুরী: দীর্ঘ এক মাসের অপেক্ষা শেষে করোনা থেকে মুক্তি মিলেছে আমার। ১৬ই মে প্রথমটির ফলাফল পজিটিভ আসে। কিছুদিন পর আরো দুটি পরীক্ষা করি। যার ফলাফল নেগেটিভ এসেছে।
করোনা আক্রান্ত হওয়ার পর আমি আমার পরিবার, বন্ধুবান্ধব, সহকর্মী ও আত্মীয়-স্বজনদের কাছ থেকে আশ্চর্য এক ভালোবাসার স্বাদ পেয়েছি। যা আমার মরণের আগ পর্যন্ত মনে থাকবে। যারা আমাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন তাদের নাম এখানে উল্লেখ করতে পারি, কিন্তু তাদের কারো কারো আপত্তি থাকতে পারে বিধায়, আমি কারো নাম এখানে উল্লেখ করছি না। তাদের সবার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা শ্রদ্ধা ও ভালোবাসা।
আমার এই দুঃসময়ে আমার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য আমার কর্মস্থল বৈশাখী টেলিভিশন কতৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। করোনা থেকে মুক্ত হয়ে স্বাভাবিকভাবে আমার ভালো লাগছে, তবে এই আনন্দ আমার সেই দিন পরিপূর্ণতা পাবে যেদিন পৃথিবীর প্রতিটি মানুষ করোনা থেকে পরিত্রাণ পাবে।
আমার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আমি অনেককে জানাইনি। এইজন্য আমি খুবই দুঃখিত। শুধুমাত্র আশপাশের মানুষকে দুশ্চিন্তা মুক্ত রাখতেই আমার এই প্রচেষ্টা ছিল। আমি অহেতুক কাউকে আতঙ্কিত করতে চাইনি। তারপরও কেউ যদি দুঃখ পেয়ে থাকেন তবে আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা রাখছি এই দুঃসময় আমরা সবাই কাটিয়ে উঠতে পারবো দ্রুত। তবে সেজন্য আমাদের সকলকে আরো বেশি সচেতন হতে হবে। সবাই ভাল থাকবেন , সুস্থ থাকবেন , সুন্দর থাকবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।