Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের শরীরে করোনাভাইরাসের অস্থিত্ব মেলেনি। সোমবার এ তথ্য জানিয়েছেন তার মুখপাত্র স্টিফেন সেইবার্ট।
তিনি বলেন, রবিবার আক্রান্ত সন্দেহের পরই পরীক্ষা করানো হয় কোভিড নাইনটিন। সোমবার হাতে আসে টেস্টের প্রাথমিক রিপোর্ট। যদিও দ্বিতীয় দফা পরীক্ষা করাবেন তিনি।
এর আগে শুক্রবার এক চিকিৎসকের সাথে বৈঠক করেন মার্কেল। পরে, সেই ডাক্তারের শরীরে করোনাভাইরাস ধরা পড়লে; স্বেচ্ছায় কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত নেন জার্মান চ্যান্সেলর। শরীরে করোনাভাইরাস সনাক্ত না হলেও ১৪ দিন পর্যন্ত থাকতে চান নিজ বাড়িতেই।
দেশটিতে এখন পর্যন্ত প্রাণ গেছে ১২৩ জনের । আক্রান্ত ২৯ হাজারের বেশি মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।