Advertisement

জুমবাংলা ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে স্যর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. আসাদুল হক খান মারা গেছেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
হাসপাতালের জনসংযোগ বিভাগের পরিচালক ডা. সাগুফতা আনোয়ার বলেন, অধ্যাপক ডা. আসাদুল (৭৫) মঙ্গলবার মারা গেছেন। তিনি বাইল্যাটারাল নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। সেই সঙ্গে তার কোভিড-১৯ এর উপসর্গও ছিল। তবে করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসায় তাকে সাধারণ আইসিইউতে রাখা হয়েছিল। তার স্ত্রী করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। তিনিও এখন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চিকিৎসকদের সংগঠন সূত্রে জানা যায়, এ নিয়ে দেশে এখন পর্যন্ত ৮০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে করোনায়। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১২ জন চিকিৎসক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



