স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে থমথমে পুরো দেশ। এই সময়ে কর্মহীন মানুষের পাশে দাঁড়ালেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক আশরাফুল। তবে এমন দুঃসময়েও সুখবর জানালেন আশরাফুল। আবারো বাবা হতে চলেছেন তিনি। মে মাসের শেষ সপ্তাহেই নতুন অতিথির আগমন ঘটবে বলে জানিয়েছেন চিকিৎসক। আশরাফুল বলেন, ‘সবাই দোয়া করবেন। সামনের মাসের শেষ সপ্তাহে তারিখ নির্ধারণ করে দেওয়া হেয়েছে। মা ও সন্তান যেন সুস্থ থাকতে পারে, সেই দোয়া করবেন।’

তাসলিমা আনিশা অর্চির সঙ্গে ২০১৫ সালের ১১ ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন আশরাফুল। ২০১৬ সালে তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান। কণ্যা সন্তানের নাম রাখা হয় আরিবা তাসনিম আশরাফুল।
এর আগে করোনাভাইরাসের এই দুর্যোগময় সময়ে অসহায়দের পাশে দাঁড়াতে নিজের দুটি ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন মোহাম্মদ আশরাফুল। তবে নিলামে ব্যাট বিক্রির আগেই অসহায়দের জন্য অবদান রেখে যাচ্ছেন দেশের ক্রিকেটের সাবেক অধিনায়ক।
আশরাফুল জাতীয় দলে নেই। তবে বিসিবির প্রথম শ্রেণির চুক্তিবদ্ধ ক্রিকেটার তিনি। ‘এ’ গ্রেডে থাকা আশরাফুল বিসিবি থেকে পাওয়া তিন মাসের বেতনের পুরোটাই ব্যয় করছেন অসহায়দের মাঝে।
আশরাফুল বলেন, তিন মাসের বেতন তো খুব বেশি নয়। ৮১-৮২ হাজার টাকা। ব্যাটটা নিলামে বিক্রি হলে বড় কিছু করতে পারবো। তার আগে আপাতত অসহায়দের জন্য এতটুকুই করতে পেরেছি। আরো করার ইচ্ছা আছে। আশরাফুলে নিলামে তুলতে চান তার সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরির ইতিহাস গড়া ব্যাট এবং কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির ব্যাটটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



