জুমবাংলা ডেস্ক : করোনার কারণে রাজশাহীর প্রাকৃতিক ও প্রত্নতাত্ত্বিক সৌন্দর্যের লীলাভূমি পুঠিয়া রাজবাড়িতে পর্যটকদের ভ্রমনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওলিউজ্জামান। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে পুঠিয়া উপজেলা। এখানে আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্যরীতিতে তৈরি আয়তাকার দ্বিতল রাজবাড়ী, সুনিপূণ টেরাকোটা সম্বলিত ছোট-বড় ১৫টি ঐতিহাসিক মন্দির ও তার ইতিহাস ঐতিহ্য দেশ ও বিদেশের হাজারো পর্যটকদের নজর কাড়ে। ফলে প্রতিদিন দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটক আসছেন এখানে। ফলে জেলা প্রশাসকের নির্দেশনায় করোনার প্রাদুর্ভাবের কারণে অনির্দিষ্টকালের জন্য দেশি বিদেশি সব পর্যটক আগমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।