আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস (কভিড-১৯) মার্কিন সেনাবাহিনী চীনে ছড়িয়ে থাকতে পারে, দেশটির শীর্ষস্থানীয় এক সরকারি কর্মকর্তা এমন দাবি করায় তাদের রাষ্ট্রদূতকে তলব করেছে আমেরিকা।
শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র ঝাও লিজিয়ান টুইটার পোস্টে বলেন, ‘শুরু থেকে কেন যুক্তরাষ্ট্রে রোগীর সংখ্যা শূন্য ছিল? সেখানে কত লোকের মধ্যে সংক্রমণ ঘটেছে? কোন হাসপাতালে তারা ভর্তি হয়েছে, সেগুলোর নাম কি?’
তিনি বলেন, ‘উহানের মধ্যে এই ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে দিয়ে থাকতে পারে মার্কিন সামরিক বাহিনী। অতএব তথ্য প্রকাশে স্বচ্ছ হতে হবে। আপনার তথ্য প্রকাশ করুন। যুক্তরাষ্ট্রের উচিত আমাদের কাছে ব্যাখ্যা দেয়া।’
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, আমেরিকা এই বক্তব্যের কড়া প্রতিবাদ করেছে। চীনের রাষ্ট্রদূত সেই প্রতিবাদের কোনো কাউন্টার দেননি।
ডিসেম্বরের শেষে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে করোনার উৎপত্তি। শুরুতে চীনের মধ্যে ভয়াবহ সংক্রমণ ঘটলে বিশ্ব গণমাধ্যমে শোরগোল উঠে যে, গোপন জীবাণু মারণাস্ত্র পরীক্ষাগার থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। যদিও চীন সরকার এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।