জুমবাংলা ডেস্ক : কোভিড-১৯ বা করোনা ভাইরাসের প্রকোপের কারণে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মলনে এ ঘোষণা দেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর।
তিনি বলেন, অনেক প্রবাসী ভোটার হওয়ার জন্য আসছেন। তারা যাতে করোনা ভাইরাস ছড়াতে না পরে, সেজন্য প্রবাসীদের ভোটার করে নেওয়ার কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে কমিশন। শুরু প্রবাসী নয়, দেশে অবস্থানরত নাগরিক, সবার ভোটার কার্যক্রম আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় এনআইডি সংশোধন, ভোটার এলাকা পরিবর্তন, হারানো কার্ড উত্তোলন সংক্রান্ত সেবা বন্ধ থাকবে। ভোটার তালিকার ভিত্তিতেই নাগরিকদের জাতীয় পরিচয়পত্র সরবরাহ করে ইসি।
সংবাদ সম্মেলনে ইসির যুগ্ম সচিব মো. ফরহাদ আহাম্মদ খান, এসএম আসাদুজ্জামান, জনসংযোগ পরিচালক মোহা. ইসরাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



