আন্তর্জাতিক ডেস্ক : প্রখ্যাত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন দেশান্তরিত হয়ে এখন ভারতে অবস্থান করছেন। সেখানেই তার করোনাকাল কাটছে। আজ তিনি করোনাভাইরাস প্রতিরোধী টিকা গ্রহণ করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে টিকা গ্রহণের ছবি পোস্ট করে তসলিমা নিজেই বিষয়টি সবাইকে জানিয়েছেন। তবে কোন হাসপাতালে তিনি টিকা নিয়েছেন তা জানাননি।
তসলিমা লিখেছেন, ‘এক বছর পর ঘর থেকে বের হয়ে আজ প্রথম যে কাজটি করলাম সেটি হলো কোভিশিল্ড টিকা নিলাম।’
দেশান্তরিত এই লেখিকা গত ১৭ জানুয়ারি ফেসবুকে লিখেছিলেন, ‘যার যে টিকা পছন্দ, তা নেওয়ার স্বাধীনতা থাকা উচিত। একটিই যদি টিকা বানানো হতো, তাহলে পছন্দ করার কিছু থাকতো না।
যেহেতু কয়েকটি আছে, কয়েকটির মধ্যে একটিকে বেছে তো নিতেই পারি। ভারত বায়োটেকের কোভ্যাক্সিন নিশ্চয়ই ভালো একটি টিকা। কিন্তু এর ট্রায়াল পর্ব এখনও সমাপ্ত হয়নি। ট্রায়াল পর্ব সমাপ্ত হওয়ার পর, কার্যকারিতা পরীক্ষা করার পর তারপর যদি একে নিই, তবে মনে খুঁতখুঁত থাকবে না…।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।