Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের ডেল্টা ধরন ইরানে দ্রুত ছড়িয়ে যাচ্ছে। দেশটির অ্যান্টি করোনাভাইরাস সদরদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। খবর আনাদোলুর।
খবরে বলা হয়, সম্প্রতি দেশটিতে করোনার ডেল্টা ধরন দ্রুতই ছড়িয়ে যাচ্ছে। ইতোমধ্যে দেশের ৯২টি শহর ‘উচ্চ ঝুঁকিতে’ রয়েছে।
ইরানের জাতীয় অ্যান্টি করোনাভাইরাস সদরদপ্তরের মুখপাত্র আলী রেজা রায়সি বলেন, সম্প্রতি করোনা ডেল্টা ধরন ইরানে দ্রুত ছড়িয়ে যাচ্ছে। বিশেষ করে দক্ষিণপূর্বে অবস্থিত প্রদেশগুলোতে দ্রুত ছড়িযে যাচ্ছে ভারতে প্রথম শনাক্ত হওয়া ধরনটি।
রায়সি বলেন, গত সপ্তাহেও ৬৩ শহর ছিল উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায়। কিন্তু বর্তমানে ৯২টি শহর উচ্চ ঝুঁকিতে রয়েছে।
শনিবার ইরানে আট হাজার ৩৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে এদিন মৃত্যু হয়েছে ১১১ জনের। এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৮৪ হাজার ৬২৭ জনের।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel