Advertisement
স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের জৈব সুরক্ষা নিয়ম ভাঙায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর কয়েক ঘণ্টা আগে ইংল্যান্ড দল থেকে বাদ পড়লেন জোফরা আর্চার।
তারকা এ অলরাউন্ডারকে এখন পাঁচ দিনের আইসোলেশনে থাকতে হবে। একই সময় তিনি দুবার কোভিড-১৯ পরীক্ষা করাবেন। তিনি যদি দুবারই পরীক্ষায় নেগেটিভ হন, তবে আইসোলেশন সময় উঠে যাবে।
এ প্রসঙ্গে আর্চার বলেন, আমি যা করেছি তার জন্য দুঃখ প্রকাশ করছি। আমি শুধু নিজেকে নয়, পুরো দল ও ম্যানেজমেন্টকে বিপদে ফেলেছি। আমার ভুল আমি স্বীকার করে নিচ্ছি এবং আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী।
প্রসঙ্গত, এর আগে সাউদাম্পটনে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে কোনও উইকেট পাননি আর্চার। তবে ওয়েস্ট ইন্ডিজের জয় পাওয়া সেই টেস্টে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।